Please wait...
  • 01958372350,01309132385
  • 01958372350,01309132385
This is logo

EIIN: 132385

নোটিশ
বার্ষিক মিলাদ ও বিদায় অনুষ্ঠান-২০২৫ সংক্রান্ত নোটিশ। পবিত্র ঈদুল আযহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষ্যে শ্রেণি কার্যক্রম বন্ধের নোটিশ। ২০২৫ সালে এইচএসসি (বিএমটি) ১ম ও ২য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধির বিজ্ঞপ্তি। প্রস্তুতিমূলক পরীক্ষা-২০২৫ এর রুটিন। প্রস্তুতিমূলক পরিক্ষা-২০২৫ সংক্রান্ত নোটিশ। ২০২৫ সালের এইচএসসি (বিএমটি) ১ম ও২য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধির বিজ্ঞপ্তি। ইস্টার সানডে উপলক্ষ্যে শ্রেণি কার্যক্রম বন্ধের নোটিশ। ২০২৫ সালের এইচএসসি (বিএমটি) ১ম ও ২য় বর্ষ পরীক্ষার ফরম পূরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি ২১শে ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা উদযাপন সংক্রান্ত নোটিশ উপবৃত্তির জন্য আবেদন ফরম (SAF)
গণবিদ্যাপীঠ কারিগরি ও বাণিজ্যিক মহাবিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালিত

গণবিদ্যাপীঠ কারিগরি ও বাণিজ্যিক মহাবিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালিত

No Image Found

গণবিদ্যাপীঠ কারিগরি ও বাণিজ্যিক মহাবিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন করা হয়। কর্মসূচীর মধ্যে একাদশ ও দ্বাদশ শ্রেনীর ছাত্র-ছাত্রীদের মধ্যে জাতীয় শোক দিবসের উপর রচনা প্রতিযোগিতা, মিলাদ মাহফিল, বঙ্গবন্ধুর জীবনাদর্শ নিয়ে আলোচনা ও সবশেষে প্রামাণ্য আলোকচিত্র প্রদর্শন করা হয়েছে। শাহাদাৎ বার্ষিকী উদযাপনের অনুষ্ঠানটি উপস্থাপন করেন কলেজের হিসাববিজ্ঞান বিষয়ের প্রভাষক জনাব এ.কে.এম মশিউল আলম। সভাপতিত্ব করেন অধ্যক্ষ মোহাম্মদ এনামুল হক ভূঁইয়া। মিলাদ মাহফিল পরিচালনা করেন কলেজের হিসাববিজ্ঞান বিষয়ের প্রভাষক জনাব ফখরুল ইসলাম। তিনি বঙ্গবন্ধুর পুরো পরিবারসহ সেদিনের নির্মমভাবে যারা শহীদ হয়েছিলেন তাদের আতœার মাগফেরাত কামনা করেন। আলোচনায় কলেজের সহকারী অধ্যাপক জনাব ভূপাল মজুমদার বঙ্গবন্ধুর জীবনাদর্শের ইতিহাসের উপর গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন। আলোচনা শেষে শাহাদাৎ বার্ষিকী উদযাপনের সভাপতি ও অত্র কলেজের অধ্যক্ষ বলেন, জাতীয় শোক দিবসে আমরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলার স্বপ্নদ্রষ্টা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আবারো শ্রদ্ধাভরে স্মরণ করি। বাংলাদেশকে বঙ্গবন্ধুর সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে হবে। তিনি স্বপ্ন দেখেছিলেন শোষণমুক্ত ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র অসাম্প্রদায়িক বাংলার। যখন বিশ্বজুড়ে সুবিধাবাদী রাজনৈতিক শক্তি, জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে ও প্রভাব বিস্তারের চেষ্টা করছে তখন বঙ্গবন্ধুর মতো একজন নেতার ত্যাগের আদর্শ বাস্তবায়নে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। বঙ্গবন্ধুর আদর্শ হোক আমাদের চলার পথের পাথেয়। সবশেষে ছাত্র-ছাত্রী ও শিক্ষক-কর্মচারীদের মাঝে প্রজেক্টরের মাধ্যমে বঙ্গবন্ধুর বিভিন্ন কর্মকান্ড ও মুক্তিযুদ্ধের উপর প্রামাণ্য আলোকচিত্র প্রদর্শন করেন অত্র কলেজের কম্পিউটার বিষয়ের প্রভাষক জনাব মো: আবুল কালাম। প্রামাণ্য আলোকচিত্র প্রদর্শন শেষে সভাপতি অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।