Please wait...
  • 01834826483,01309132385
  • 01834826483,01309132385
This is logo

EIIN: 132385
College Code: 65046
Center Code: 65046
Estd Year: 2000

নোটিশ
ক্লাস টেষ্ট-০১/২০২৪ সংক্রান্ত নোটিশ ও পরীক্ষার সময়সূচি। ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিট্রেশন ফি সংক্রান্ত নোটিশ। ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে আলোচনা, মিলাদ ও দোয়া সংক্রান্ত নোটিশ। জনাব ফখরুল ইসলাম ও জনাব ফারজানা বুলবুল-এর ১ম উচ্চতর স্কেল প্রাপ্তির আবেদনে পরিচালক, আঞ্চলিক পরিচালকের কার্যালয়, কুমিল্লা কর্তৃক অগ্রায়ন পত্র। গণবিদ্যাীঠ কারিগরি ও বাণিজ্যিক মহাবিদ্যালয়কে উপবৃত্তি বিতরণ ও শিক্ষা উপকরণ ক্রয় সহায়তা প্রদানের জন্য পরিচালক, আঞ্চলিক পরিচালকের কার্যালয়, কুমিল্লায় প্রতিষ্ঠান অন্তর্ভূক্তির আবেদন জনাব ফারজানা বুলবুল, প্রভাষক (কম্পিউটার অপারেশন)-কে ১ম উচ্চতর স্কেল প্রাপ্তির আবেদনে সভাপতি ও অধ্যক্ষের মতামতসহ অগ্রায়ন পত্র। জনাব ফখরুল ইসলাম, প্রভাষক (হিসাবরক্ষণ)-কে ১ম উচ্চতর স্কেল প্রাপ্তির আবেদনে সভাপতি ও অধ্যক্ষের মতামতসহ অগ্রায়ন পত্র। আখেরী চাহার সোম্বা উপলক্ষে ক্লাস বন্ধের বিজ্ঞপ্তি এইচএসসি (বিএম-বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষা-২০২৪ এর স্থগিত পরীক্ষাসমূহ বাতিল প্রসঙ্গে বেসরকারি মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের গভার্নিং বডি-ম্যানেজিং কমিটি-ব্যবস্থাপনা কমিটির সভাপতি সংক্রান্ত প্রজ্ঞাপন
ভয়াবহ গ্রেনেড হামলার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

ভয়াবহ গ্রেনেড হামলার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

No Image Found

২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় হতাহতদের এভাবেই পড়ে থাকতে দেখা যায়।

১৬ বছর আগে এই দিনে মুহুর্মুহু গ্রেনেডের বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউ। মানুষের আর্তনাদ আর কাতর ছোটাছুটিতে তৈরি হয় এক বিভীষিকাময় পরিস্থিতি । গোটা দেশ স্তব্ধ হয়ে পড়ে ওই হামলায়। আজ সেই ২১ আগস্ট, নৃশংস হত্যাযজ্ঞের ভয়াল দিন।

২০০৪ সালের এই দিনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার সমাবেশে অতর্কিতে গ্রেনেড হামলা চালানো হয়। মারা যান আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক আইভি রহমানসহ ২৪ জন। আহত হন শেখ হাসিনাসহ পাঁচ শতাধিক নেতা-কর্মী। সাংবাদিকেরাও আহত হয়। আওয়ামীলীগকে নেতৃত্বশূন্য করতে সংগঠনের সভাপতি শেখ হাসিনাসহ দলের প্রথম সারির নেতাদের হত্যার উদ্দেশ্যেই ওই ঘৃণ্য হামলা চালায় ঘাতক চক্র। শুধু গ্রেনেড হামলাই নয়, সেদিন শেখ হাসিনার গাড়ি লক্ষ্য করেও চালানো হয় ছয় রাউন্ড গুলি। অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও তিনি আহত হন, তাঁর শ্রবণশক্তি চিরদিনের মতো ক্ষতিগ্রস্ত হয়।

২০০৪ সালের পর থেকে আওয়ামীলীগ গ্রেনেড হামলা দিবস হিসেবে দিনটি পালন করে আসছে।

২১ আগস্টের ভয়াবহ গ্রেনেড হামলার সেই দুঃসহ স্মৃতি এখনো তাড়া করে ফেরে বেঁচে যাওয়া নেতাকর্মীদের
মননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেন, তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকার হামলাকারীদের বিদেশে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেয়। গুরুত্বপূর্ণ সব আলামত ধ্বংস করে। কিন্তু সত্য কখনো চাপা থাকেনি। পরবর্তীকালে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তে বেরিয়ে আসে বিএনপি-জামায়াত জোটের অনেক কুশীলব এ হামলার সঙ্গে সরাসরি জড়িত ছিল। ২০১৮ সালের অক্টোবরে ২১ আগস্ট গ্রেনেড হামলার রায় হয়। এর মধ্য দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠা পেয়েছে, জাতি কলঙ্কমুক্ত হয়েছে। আইনি বিধিবিধান ও প্রক্রিয়া অনুসরণ করে যত দ্রুত সম্ভব এই রায় কার্যকর করা হবে বলে আশা প্রকাশ করে তিনি।