Please wait...
  • 01958372350,01309132385
  • 01958372350,01309132385
This is logo

EIIN: 132385

নোটিশ
বার্ষিক মিলাদ ও বিদায় অনুষ্ঠান-২০২৫ সংক্রান্ত নোটিশ। পবিত্র ঈদুল আযহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষ্যে শ্রেণি কার্যক্রম বন্ধের নোটিশ। ২০২৫ সালে এইচএসসি (বিএমটি) ১ম ও ২য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধির বিজ্ঞপ্তি। প্রস্তুতিমূলক পরীক্ষা-২০২৫ এর রুটিন। প্রস্তুতিমূলক পরিক্ষা-২০২৫ সংক্রান্ত নোটিশ। ২০২৫ সালের এইচএসসি (বিএমটি) ১ম ও২য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধির বিজ্ঞপ্তি। ইস্টার সানডে উপলক্ষ্যে শ্রেণি কার্যক্রম বন্ধের নোটিশ। ২০২৫ সালের এইচএসসি (বিএমটি) ১ম ও ২য় বর্ষ পরীক্ষার ফরম পূরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি ২১শে ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা উদযাপন সংক্রান্ত নোটিশ উপবৃত্তির জন্য আবেদন ফরম (SAF)
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে গণবিদ্যাপীঠ কারিগরি ও বাণিজ্যিক কলেজে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে গণবিদ্যাপীঠ কারিগরি ও বাণিজ্যিক কলেজে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

No Image Found

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদত বার্ষিকীতে গতকাল যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে গণবিদ্যাপীঠ কারিগরি ও বাণিজ্যিক কলেজে সীমিত পরিসরে জাতীয় শোক দিবস পালন করা হয়। শোক দিবসের কর্মসূচি হিসেবে ছিল কলেজ প্রাঙ্গনে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, জাতির পিতা বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের আত্নার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত, আলোচনা সভা, ১৯৭৫ সনের ১৫ আগস্ট শাহাদাত বরণকারী হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর রাজনৈতিক ও কর্মজীবনের উপর নির্মিত প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। কলেজের অধ্যক্ষ মোহাম্মদ এনামুল হক ভূঁইয়া আলোচনায় বলেন ১৫ আগস্ট জাতির জন্য এক কলঙ্কময় দিন। আজ থেকে ৪৫ বছর আগে ১৯৭৫ সালের এই দিনে একদল বিপথগামী পাক হায়েনাদের প্রেতাত্না তথা সেনাবাহিনীর একটি চক্রান্তকারী চক্র স্বপরিবারে হত্যা করে বাঙালি জাতির জনক, বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ১৯৪৭, ১৯৫২, ১৯৬৯, ১৯৭০ সহ বিভিন্ন সময়ে মৃত্যুর দ্বার হতে তিনি বার বার ফিরে এসেছিলেন, ৭১-এ পাকিস্তানী হায়েনারা যা করতে পারেনি, সেই কাজটিই অত্যন্ত ঠান্ডা মাথায় ও পূর্ব পরিকল্পিতভাবে সম্পাদন করে পাপিষ্ঠ ঘাতকরা।

একদিন যে অঙ্গুলি উঁচিয়ে বাঙালী জাতিকে জাগিয়ে তুলেছিলেন, বলেছিলেন, “এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।” সেই স্বাধীন বাংলাদেশে তাঁর অঙ্গুলি চিরদিনের জন্য নিস্তেজ করে দেয় ঘাতকরা ধানমন্ডির ৩২ নম্বর ঐতিহাসিক সেই বাড়িতে। আর কোনদিন ঐ অঙ্গুলি আমাদেরকে প্রেরণা দিতে আসবে না, দিবেনা মুক্তির বারতা। তবে একটা কথা আমাদের মনে রাখতে হবে তিনি মৃত্যুহীন। মানুষ মরণশীল বলে সবারই একটি মৃত্যুদিন থাকে। তবে কোন কোন মানুষের শুধু দেহাবসনাই ঘটে, মৃত্যু হয় না। তেমনি বঙ্গবন্ধু শেখ মুজিব যিনি আমাদের জাতির পিতা, তার কি কখনও মৃত্যু হতে পারে? না তিনি মৃত্যুহীন, চির অমর। হে মহান রাব্বুল আলামিন তুমি বঙ্গবন্ধু ও ১৯৭৫ সালের ১৫ আগস্টে নিহত তাঁর পরিবারসহ সকল শহীদদেরকে বেহেশত নসীব করুণ।