Please wait...
  • 01958372350,01309132385
  • 01958372350,01309132385
This is logo

EIIN: 132385

নোটিশ
বার্ষিক মিলাদ ও বিদায় অনুষ্ঠান-২০২৫ সংক্রান্ত নোটিশ। পবিত্র ঈদুল আযহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষ্যে শ্রেণি কার্যক্রম বন্ধের নোটিশ। ২০২৫ সালে এইচএসসি (বিএমটি) ১ম ও ২য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধির বিজ্ঞপ্তি। প্রস্তুতিমূলক পরীক্ষা-২০২৫ এর রুটিন। প্রস্তুতিমূলক পরিক্ষা-২০২৫ সংক্রান্ত নোটিশ। ২০২৫ সালের এইচএসসি (বিএমটি) ১ম ও২য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধির বিজ্ঞপ্তি। ইস্টার সানডে উপলক্ষ্যে শ্রেণি কার্যক্রম বন্ধের নোটিশ। ২০২৫ সালের এইচএসসি (বিএমটি) ১ম ও ২য় বর্ষ পরীক্ষার ফরম পূরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি ২১শে ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা উদযাপন সংক্রান্ত নোটিশ উপবৃত্তির জন্য আবেদন ফরম (SAF)
চট্টগ্রাম বিভাগের আঞ্চলিক পরিচালক জনাব মোহাম্মদ রেহান উদ্দিন গণবিদ্যাপীঠ কারিগরি ও বাণিজ্যিক কলেজ পরিদর্শন করেন

চট্টগ্রাম বিভাগের আঞ্চলিক পরিচালক জনাব মোহাম্মদ রেহান উদ্দিন গণবিদ্যাপীঠ কারিগরি ও বাণিজ্যিক কলেজ পরিদর্শন করেন

No Image Found

গত ৩০/১১/২০১৯ তারিখে গণবিদ্যাপীঠ কারিগরি ও বাণিজ্যিক কলেজ, বারপাড়া, চাপাপুর, কুমিল্লায় পরিদর্শনে আসেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগের আঞ্চলিক পরিচালক জনাব মোহাম্মদ রেহান উদ্দিন এবং আঞ্চলিক পরিদর্শক জনাব মো. সাদেকুর রহমান। আঞ্চলিক পরিচালক জনাব মোহাম্মদ রেহান উদ্দিন একাদশ শ্রেণির শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদেরকে বড় বড় স্বপ্ন দেখতে হবে। সেই স্বপ্ন পূরণের জন্য এখন থেকেই কাজ করতে হবে। আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে হবে।

আমরা অনেকেই মনে করি স্বপ্ন মানেই একটি নিছক কল্পনামাত্র। কিন্ত আসলে তা নয়; স্বপ্ন মানেই বাস্তব, স্বপ্ন মানেই গন্তব্য। আমি কোথায় যেতে চাই তার নাম স্বপ্ন। মানুষ তার স্বপ্নের সমান বড় হতে পারে। বাস্তব স্বপ্ন ও চেষ্টা কখনোই ব্যর্থ হয় না। যদি স্বপ্নকে বিশ্বাসে রূপান্তরিত করতে পারা যায় তাহলে তা অর্জনও করা যায়। বিশাল এই পৃথিবীতে দূর মহাকাশের নক্ষত্র থেকে আলো এসে পড়ে। আমরা সবাই এই পৃথিবীর প্রদর্শনীতে অংশ নিচ্ছি মাত্র কিছু সময়ের জন্য যে সময়টা খুব বেশীও নয় আবার খুব কমও নয়। এই সময়কে নিজের ইচ্ছে মতো সাজিয়ে নিতে দরকার সুপরিকল্পিত স্বপ্নের। আমরা সবাই সাফল্য চাই। সকলে জীবনে সেরা জিনিস চাই।

কেউই দ্বিতীয় শ্রেণীর মানুষ হতে চায় না। ছোট ছোট ভাবনা, ছোট ছোট স্বপ্ন আর ছোট ছোট কাজের সমষ্টিই জীবন। প্রতিটি চিন্তা, প্রতিটি স্বপ্ন প্রভাবিত করে জীবনকে। স্বপ্ন সাধারণত দুই রকমের হয়। যার একটি হলো স্বাভাবিক স্বপ্ন, যা আমরা ঘুমিয়ে ঘুমিয়ে দেখি, এই স্বপ্নের কোন মানেই থাকে না। আরেক ধরনের স্বপ্ন আছে, যা স্বপ্ন বা মনছবি অথবা আমরা বলতে পারি জীবন ছবি। আর এটা হলো বড় হওয়ার স্বপ্ন, জীবনে একটা কিছু করার স্বপ্ন। এই স্বপ্নই আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করে। যেমন: ডাক্তার, ইন্জিনিয়ার, রাজনীতিবিদ, লেখক, ব্যবসায়ী, গায়ক, নায়ক, শিক্ষক ইত্যাদি হওয়ার স্বপ্ন। পক্ষান্তরে ঘুমিয়ে দেখা স্বপ্ন অনেকে মনেও রাখেন না।

আজকে যারা তরুণ সামনে তারাই দেশের ভবিষ্যত্। বর্তমানে নতুনরা যেসব বিষয়ের প্রতি আগ্রহী এবং মনোযোগী তাতে বিধৃত রয়েছে তাদের প্রত্যাশা, স্বপ্নময়তা এবং উদ্দীপনার প্রতিফলন। এই বয়সে দৃঢ় মনোবল থাকলে জীবনে যা কিছু চাই সবই অর্জন করা সম্ভব।

দেশ গড়ার ক্ষেত্রে তরুণ প্রজন্মের ভূমিকা সর্বকালেই অগ্রগামী। আমাদের মহান মুক্তিযুদ্ধে তরুণ প্রজন্মের নির্ভীক অবদানের কথা স্মরণ করে আমরা সে সত্য সহজে বুঝতে পারি। তরুণ প্রজন্ম দেশ ও জাতির শক্তি— প্রকৃতপক্ষে অনন্য এক অমূল্য সম্পদ। সে অমূল্য সম্পদ যথাযথ লালন করে আমরা দেশের উজ্জ্বল ভবিষ্যত্ গড়ে তুলতে পারি।  দেশের প্রতিটি খাতে আজকের তরুণ প্রজন্ম ক্রমে শক্তিশালী ভূমিকা গ্রহণ করতে সক্ষম হয়ে উঠবে, আগামীতে দেশের নেতৃত্ব দেবে, সেটিই হওয়ার কথা সবার কাম্য। তিনি শিক্ষার্থীদের আরো বলেন, 'সুস্বাস্থ্য রক্ষা করে শিক্ষা অর্জন করবে। পরিবারের প্রতি তোমাদের দায়িত্ব রয়েছে। এমন কোনো কাজ করবে না, যাতে পরিবারকে ছোট হতে হয়। নিজেকে ব্র্যান্ডিং করবে। সামাজিক মাধ্যম ব্যবহারে সতর্ক হবে। ভাল বন্ধু রাখবে।' তিনি বলেন, 'বাংলাদেশি হিসেবে আমরা গর্ব করতে পারি। পৃথিবীর বহু দেশের তুলনায় আমাদের দেশে আমরা শান্তিতে বসবাস করি।' তোমরা মাদক থেকে দূরে থাকবে। তিনি মাদকাসক্তির বিরুদ্ধে শিক্ষার্থীদের রুখে দাঁড়ানোর আহবান জানান। সকলের সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যত কামনা করে তিনি তাঁর বক্তব্য শেষ করেন।