Please wait...
  • 01834826483,01309132385
  • 01834826483,01309132385
This is logo

EIIN: 132385
College Code: 65046
Center Code: 65046
Estd Year: 2000

নোটিশ
অভিভাবক সমাবেশ সংক্রান্ত বিজ্ঞপ্তি বন্ধের নোটিশ গণবিদ্যাপীঠ কারিগরি ও বাণিজ্যিক মহাবিদ্যালয়ে কর্মরত জনাব এ,কে,এম, মশিউল আলম, জ্যেষ্ঠ প্রভাষক, হিসাবরক্ষণকে “অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল” বিষয়ে উত্তরপত্র ″নিরীক্ষক'' হিসেবে দায়িত্ব পালনের নিমিত্তে ছাড়পত্র প্রদান। ক্লাস টেষ্ট-০১/২০২৪ সংক্রান্ত নোটিশ ও পরীক্ষার সময়সূচি। ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিট্রেশন ফি সংক্রান্ত নোটিশ। ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে আলোচনা, মিলাদ ও দোয়া সংক্রান্ত নোটিশ। জনাব ফখরুল ইসলাম ও জনাব ফারজানা বুলবুল-এর ১ম উচ্চতর স্কেল প্রাপ্তির আবেদনে পরিচালক, আঞ্চলিক পরিচালকের কার্যালয়, কুমিল্লা কর্তৃক অগ্রায়ন পত্র। গণবিদ্যাীঠ কারিগরি ও বাণিজ্যিক মহাবিদ্যালয়কে উপবৃত্তি বিতরণ ও শিক্ষা উপকরণ ক্রয় সহায়তা প্রদানের জন্য পরিচালক, আঞ্চলিক পরিচালকের কার্যালয়, কুমিল্লায় প্রতিষ্ঠান অন্তর্ভূক্তির আবেদন জনাব ফারজানা বুলবুল, প্রভাষক (কম্পিউটার অপারেশন)-কে ১ম উচ্চতর স্কেল প্রাপ্তির আবেদনে সভাপতি ও অধ্যক্ষের মতামতসহ অগ্রায়ন পত্র। জনাব ফখরুল ইসলাম, প্রভাষক (হিসাবরক্ষণ)-কে ১ম উচ্চতর স্কেল প্রাপ্তির আবেদনে সভাপতি ও অধ্যক্ষের মতামতসহ অগ্রায়ন পত্র।
ওরিয়েন্টেশন ক্লাস ও নবীন বরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি

ওরিয়েন্টেশন ক্লাস ও নবীন বরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি

সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানেো যাচ্ছে যে, গণবিদ্যাপীঠ কারিগরি ও বাণিজ্যিক কলেজে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তিকৃত সকল ছাত্র-ছাত্রীদের শ্রেণি পাঠদান, ওরিয়েন্টেশন ও নবীন বরণ অনুষ্ঠান নিম্নলিখিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে : ১. ভর্তিকৃত সকল ছাত্র-ছাত্রীদের শ্রেণি পাঠদান শুরু উপলক্ষে ০১ জুলাই ২০১৮ তারিখ রবিবার (স্থান: কলেজ মিলনায়ন, সময় : সকাল ১১.০০ থেকে ২.০০ ঘটিকা পর্যন্ত) ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হবে। ২. ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তিকৃত সকল ছাত্র-ছাত্রীদের আগামি ০৭ জুলাই ২০১৮ তারিখ শনিবার (স্থান: কলেজ মিলনায়ন, সময় : সকাল ১১.০০ থেকে ৩.০০ ঘটিকা পর্যন্ত) নবীন বরণ অনুষ্ঠিত হবে। নবীন বরণ শেষে ২য় পর্যায়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট সকলের অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হলো। মোহাম্মদ এনামুল হক ভূঁইয়া অধ্যক্ষ গণবিদ্যাপীঠ কারিগরি ও বাণিজ্যিক মহাবিদ্যালয়