Please wait...
  • 01958372350,01309132385
  • 01958372350,01309132385
This is logo

EIIN: 132385

নোটিশ
বার্ষিক মিলাদ ও বিদায় অনুষ্ঠান-২০২৫ সংক্রান্ত নোটিশ। পবিত্র ঈদুল আযহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষ্যে শ্রেণি কার্যক্রম বন্ধের নোটিশ। ২০২৫ সালে এইচএসসি (বিএমটি) ১ম ও ২য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধির বিজ্ঞপ্তি। প্রস্তুতিমূলক পরীক্ষা-২০২৫ এর রুটিন। প্রস্তুতিমূলক পরিক্ষা-২০২৫ সংক্রান্ত নোটিশ। ২০২৫ সালের এইচএসসি (বিএমটি) ১ম ও২য় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধির বিজ্ঞপ্তি। ইস্টার সানডে উপলক্ষ্যে শ্রেণি কার্যক্রম বন্ধের নোটিশ। ২০২৫ সালের এইচএসসি (বিএমটি) ১ম ও ২য় বর্ষ পরীক্ষার ফরম পূরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি ২১শে ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা উদযাপন সংক্রান্ত নোটিশ উপবৃত্তির জন্য আবেদন ফরম (SAF)
রোমেন শর্মা, উপজেলা নির্বাহী অফিসার ও সভাপতি

রোমেন শর্মা, উপজেলা নির্বাহী অফিসার ও সভাপতি

রোমেন শর্মা, 
উপজেলা নির্বাহী অফিসার ও সভাপতি

গণবিদ্যাপীঠ কারিগরি ও বাণিজ্যিক কলেজ একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। প্রায় দুই যুগেরও বেশী ধরে এ প্রতিষ্ঠানটি কালপরিক্রমায় উত্তরোত্তর বিকশিত হয়ে চলেছে। ঐতিহ্য মানে নিজস্বতার মজবুত ভিত তৈরি করা আর কালের বিবর্তনের সঙ্গে রূপান্তরশীল থাকা। ঐতিহ্য মানে নিজের শেকড় মাটির গভীরে প্রোথিত রেখে নিত্য-নতুন ডাল-পালা বিস্তার করে নতুন সূর্যের পথ ধরে নতুন নতুন আকাশ আবিস্কার করা। ২০০০ সালে ‘গণবিদ্যাপীঠ কারিগরি ও বাণিজ্যিক কলেজ’ নামে শিক্ষায়তনটির আবির্ভাব ঘটে বারপাড়া গ্রামে। প্রতিষ্ঠার পর কলেজটি বর্তমান অবস্থানে স্বমহিমায় প্রতিষ্ঠিত। কুমিল্লা শহরের অনতিদূরে চকবাজার হতে ৩০০ গজ পূর্বে ঢাকা-চট্টগ্রামের মহাসড়কের পার্শ্বে রাজমনি কমিউনিটি সেন্টারের দক্ষিণে অবস্থিত। গণবিদ্যাপীঠ কারিগরি ও বাণিজ্যিক কলেজ কুমিল্লা তথা বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য এক বহুকাঙ্খিত বিদ্যাতীর্থ। মানববিদ্যা ও ব্যবসায় শিক্ষার দ্বৈরথে চড়ে এ শিক্ষা প্রতিষ্ঠানের হাজার হাজার বিদ্যার্থী প্রতি বছর সাফল্যের স্বর্ণালী গন্তব্যে উত্তীর্ণ হচ্ছে। উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিদ্যালাভের সুষ্ঠু পরিবেশ এখানে রচিত হয়েছে বহু মানুষের ত্যাগে, শ্রমে ও মেধায়। গণবিদ্যাপীঠ কারিগরি ও বাণিজ্যিক কলেজের আদর্শ নবীন বিদ্যার্থীদের সংস্কারমুক্ত স্বাধীন চিন্তায় সৎ, সাহসী ও সচেতন মানবতা বোধের মন্ত্রে উজ্জীবিত করা প্রজন্ম গড়ে তোলা। বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের মেধা তালিকায় প্রথম সারিতে স্থান পেলেই যে মানুষ মানুষ হয় না তার প্রমাণ আমরা প্রতিনিয়ত পাচ্ছি। তাই দেশ ও দশের কল্যাণব্রতে স্নিগ্ধ মানব সন্তান আমাদের আজ একান্তভাবে কাম্য। তারাই গড়বে আমাদের কাঙ্খিত সোনার বাংলাদেশ। শিক্ষা আজ পণ্যে রূপান্তরিত হয়েছে। অনেক প্রতিষ্ঠান সনদ বিক্রি করে মুনাফা লুটে চলেছে। বাজার অর্থনীতি ও বিশ্বায়নের যুগে শিক্ষা প্রতিষ্ঠানের আদর্শে অনড় থেকে নানা প্রতিযোগিতার মধ্য দিয়ে আমরা নিজের ভিত মজবুত রাখবো; এ অঙ্গীকারে আমরা অবিচল। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য পরিচর্যার এক উৎকৃষ্ট কেন্দ্র এই কুমিল্লা এটা আমার বিশ্বাস। এ বিদ্যাপীঠের ছাত্র-ছাত্রীগণ জাতীয় এবং আন্তর্জাতিক অংগনে বলিষ্ঠ ভূমিকা রাখতে পারায় তাঁদেরকে নিয়ে প্রতিষ্ঠানটি গর্ব করে। গণবিদ্যাপীঠ কারিগরি ও বাণিজ্যিক কলেজ সব সময় নতুন সূর্যের দিকে অগ্রসরমাণ থাকবে।

রোমেন শর্মা, উপজেলা নির্বাহী অফিসার, আদর্শ সদর, কুমিল্লা ও সভাপতি, ব্যবস্থাপনা কমিটি গণবিদ্যাপীঠ কারিগরি ও বাণিজ্যিক কলেজ