Please wait...
  • 01834826483,01309132385
  • 01834826483,01309132385
This is logo

EIIN: 132385
College Code: 65046
Center Code: 65046
Estd Year: 2000

নোটিশ
ক্লাস টেষ্ট-০১/২০২৪ সংক্রান্ত নোটিশ ও পরীক্ষার সময়সূচি। ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের রেজিট্রেশন ফি সংক্রান্ত নোটিশ। ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে আলোচনা, মিলাদ ও দোয়া সংক্রান্ত নোটিশ। জনাব ফখরুল ইসলাম ও জনাব ফারজানা বুলবুল-এর ১ম উচ্চতর স্কেল প্রাপ্তির আবেদনে পরিচালক, আঞ্চলিক পরিচালকের কার্যালয়, কুমিল্লা কর্তৃক অগ্রায়ন পত্র। গণবিদ্যাীঠ কারিগরি ও বাণিজ্যিক মহাবিদ্যালয়কে উপবৃত্তি বিতরণ ও শিক্ষা উপকরণ ক্রয় সহায়তা প্রদানের জন্য পরিচালক, আঞ্চলিক পরিচালকের কার্যালয়, কুমিল্লায় প্রতিষ্ঠান অন্তর্ভূক্তির আবেদন জনাব ফারজানা বুলবুল, প্রভাষক (কম্পিউটার অপারেশন)-কে ১ম উচ্চতর স্কেল প্রাপ্তির আবেদনে সভাপতি ও অধ্যক্ষের মতামতসহ অগ্রায়ন পত্র। জনাব ফখরুল ইসলাম, প্রভাষক (হিসাবরক্ষণ)-কে ১ম উচ্চতর স্কেল প্রাপ্তির আবেদনে সভাপতি ও অধ্যক্ষের মতামতসহ অগ্রায়ন পত্র। আখেরী চাহার সোম্বা উপলক্ষে ক্লাস বন্ধের বিজ্ঞপ্তি এইচএসসি (বিএম-বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষা-২০২৪ এর স্থগিত পরীক্ষাসমূহ বাতিল প্রসঙ্গে বেসরকারি মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের গভার্নিং বডি-ম্যানেজিং কমিটি-ব্যবস্থাপনা কমিটির সভাপতি সংক্রান্ত প্রজ্ঞাপন
২০১৫ সালের এইচএসসি(বিএম) পরীক্ষার ফলাফল প্রকাশ

২০১৫ সালের এইচএসসি(বিএম) পরীক্ষার ফলাফল প্রকাশ

No Image Found

গত ০৯/০৮/২০১৫ তারিখ রবিবার দুপুরে সারাদেশে এইচ.এস.সি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। প্রকাশিত ফলাফলে গণবিদ্যাপীঠ কারিগরি ও বাণিজ্যিক মহাবিদ্যালয় অন্যান্য বছরের ন্যায় এবারও সন্তোষজনক ফলাফল অর্জন করেছে। ২০১৫ সালে এ কলেজ থেকে সর্বমোট ৮১জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে এবং ৭৮জন পাস করেছে। এদের মধ্যে গোল্ডেন এ+ সহ জিপিএ-৫ পেয়েছে ১৫জন, এ গ্রেড পেয়েছে ৫৭জন এবং এ মাইনাস পেয়েছে ৬জন। পাসের হার ৯৬.৩০%। এস.এস.সি পাস করে ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে অত্র কলেজে এ গ্রেড পাওয়া ১৮জন শিক্ষার্থী ভর্তি হলেও শিক্ষকদের ঐকান্তিক প্রচেষ্টায় এইচ.এস.সি-তে ১৫জন জিপিএ-৫ পেয়েছে। ফলাফল ঘোষণার পর কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণ আনন্দ-উৎসবে মেতে ওঠেন। কলেজটি প্রতিষ্ঠার পর থেকে এপর্যন্ত প্রতিবছরই শিক্ষার্থীরা ভাল ফলাফল করে গৌরব অর্জন করে আসছে। কলেজ পরিচালনা কমিটির সভাপতি অধ্যক্ষ মোঃ আবদুর রউফ বলেন, শিক্ষকদের প্রচেষ্টায় ও মানসম্মত শিক্ষা প্রদানের মাধ্যমে আজকের এই স্বপ্ন পূরণ হয়েছে, স্বার্থক হয়েছে।